৩৫ বছরের মহিলার পেটে ১৫২টি পেরেক!
পরিবারের লোকজন ভেবেছিলেন কোনও কালা জাদু ভর করেছে তার ওপর। আসলে কিছু ধাতব বস্তু গিলে ফেলেছিলেন তিনি। আর তার ফলেই অদ্ভুত আচরণ করতে থাকেন ৩৫ বছরের ওই মহিলা।
অবশেষে হাসপাতালে এক্স রে করে চিকিত্সকরা জানতে পারেন অন্তত ১৫২টি ধাতব বস্তু রয়েছে তার পেটে। পেলভিকের হাড়ের কাছে ঝুলে ছিল সেগুলো। মোট ৯৬টি ছোট পেরেক, ২৩টি বড় পেরেক, স্ক্রু, কয়েন, চুলের ধাতব পিন ও একটি চাবির ছবি দেখা যায় এক্স-তে।
পেটে ব্যাথা ও নিশ্বাসে কষ্ট নিয়ে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তাল্পতা ও অপুষ্টির চিহ্ন স্পষ্ট ছিল তার শরীরে। অস্ত্রপচারের আগে ক্রমাগত রক্ত, রক্তজাত দ্রব্য, প্রোটিন ও অন্যান্য পুষ্টির ওষুধ দিয়ে স্বাভাবিক অবস্থায় আনা হয় তাকে। অবশেষে ৯০ মিনিটের অস্ত্রপচারে চিকিত্সকরা বের করে আনেন বস্তুগুলি।
বহুবছর ধরে তার অদ্ভুত আচরণের জন্য তাকে মন্দিরে নিয়ে গিয়েছে তার পরিবার। গত ৫ বছর ধরে মানসিক চিকিত্সাও চলছিল তার। জিনিউজ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেষ জীবনে ‘চরম ইসলামবিদ্বেষী’ হয়ে উঠেছিলেন ব্রিজিত বার্দো
- ২ ঝড়-তুষারপাতে সুইডেনে নিহত ৩, ফিনল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারও মানুষ
- ৩ ইউক্রেনে শক্তি প্রয়োগ করে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের
- ৪ বাংলাদেশে নির্বাচনসহ ২০২৬ সালে বিশ্ব কাঁপাবে যেসব ঘটনা
- ৫ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ‘ইউরো মুদ্রা’ গ্রহণ করছে বুলগেরিয়া