ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৮ মার্চ ২০১৫

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। দুই দিন আগে বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নিজ শহর পোলোন্নারুয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হন প্রিয়ানথা সিরিসেনা (৪০)।

পুলিশ জানায়, প্রিয়ানথার ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে তার মাথা গুরুতরভাবে জখম হয়। মারাত্মক আহত অবস্থায় রাজধানী কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

চিকিৎসকেরা জানান, হামলার পর প্রিয়ানথাকে রাজধানীতে জরুরি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার মাথার জখম গুরুতর ছিল। অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি।

তাকে এমন সময় হত্যা করা হলো, যখন তার বড় ভাই প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা চীন সফরে রয়েছেন।

পুলিশ জানায়, হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এআরএস/এমএস