পাহাড়চূড়ায় কিম জং উন
উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির সর্বোচ্চ পাহাড় পায়েকতুর চূড়ায় উঠেছেন। দেশের সেনাবাহিনীকে অনুপ্রেরণা দিতেই তিনি ওই পাহাড়ে ওঠেন। শনিবার সকালে পায়েকতুর চূড়ায় ওঠেন তিনি।
পাহাড়ের চূড়ায় ওঠার কারণ হিসেবে কিম জং উন বলেন, তিনি সৈন্যদের জানাতে চান, পর্বতের এ উচ্চতা যে মানসিক শক্তি জোগায় তা পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী।
ছবিতে দেখা যায়, কিম জং উন বরফাবৃত পর্বতের চূড়ায় হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছেন। পায়েকতু পাহাড়টি দুই হাজার ৭৫০ মিটার উঁচু একটি আগ্নেয় পর্বত। কোরীয় লোকগাথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়।
বিএ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ২ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৩ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?
- ৪ ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুন, বয়স্ক ১৬ ব্যক্তির মৃত্যু
- ৫ হাদির হত্যাকারীদের ধরতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের