আবারো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড লাভ ইতিহাদ এয়ারলাইন্সের
ইতিহাদ এয়ারওয়েজ পরপর ৯ বছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড (ডাব্লিউটিএ) লাভ করে মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন্স হিসেবে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এই এয়ারওয়েজকে মঙ্গলবার মধ্য প্রাচ্যের বিপুল সংখ্যক ট্যুরিজম ব্যক্তিত্বের উপস্থিতিতে জুমেইরা সৈকতে ফোর সিজনস রিসোর্ট দুবাইয়ে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যের সেরা হোটেল হিসেবে জুমেইরা আল কাসর ও ফ্যামিলি রিসোর্টে জিবেল আলী গলফ রিসোর্ট এই কাক্সিক্ষত ট্রফি লাভ করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৯৩ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত ডাব্লিউটিএ এ বছর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। সংস্থাটির প্রেসিডেন্ট গ্রাহাম কুক মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স, হোটেল ও ট্যু’র অপারেটরদের স্বীকৃতি প্রদানে ডাব্লিউটিএ’র ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে আরো রয়েছে- আল মাশরেক বুটিক হোটেল, লী রয়েল মেরিডিয়ান এবং দুবাই ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিং।
একে/আরআই