হৃদয় আকৃতির হীরা বিশ্ব রেকর্ডে বিক্রি
হৃদয় আকৃতির নিখুঁত একখণ্ড হীরা প্রায় এক কোটি ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি বলছে, এই আকারের হীরার মূল্যের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক নিলামে ওই হীরকখণ্ড বিক্রি হয়েছে।
৯২ ক্যারটের এই হীরকখণ্ড একটি মুক্তার মালার মাঝে বসানো হয়েছে। ক্রিস্টির মুখপাত্র অ্যালেক্সান্দা কিন্ডারম্যান বার্তাসংস্থা এএফপিকে বলেন, হৃদয় আকৃতির হীরার বিক্রি মূল্যের বিশ্ব রেকর্ড হয়েছে নিলামে। হীরকখণ্ডটি বিক্রি হয়েছে এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার মার্কিন ডলারে (১৩.৪৫ মিলিয়ন ইউরো)।
১৮ শতকের বিখ্যাত গহনা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরাসি বোহমার এট ব্যাসেনজে হৃদয় আকৃতির ওই হীরকখণ্ডের নকশা করেছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানটি এন্টওয়ার্পভিত্তিক হীরা ব্যবসায়ীরা পরিচালনা করে আসছে।
এরআগে, হৃদয় আকৃতির হীরা বিক্রির সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০১১ সালে। ওই সময় ৫৬.১৫ ক্যারটের হীরকখণ্ড বিক্রি হয় ১০.৯ মিলিয়ন ডলারে।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প