স্ত্রী-কন্যাকে হত্যার পর নিজের আত্মহত্যা
কানাডার ভ্যানকুভারের অধিবাসী র্যান্ডি জানজেন পুরো পরিবারকে নিজ হাতে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করছেন।
র্যান্ডি জানজেন নিজের ফেসবুক একাউন্টে স্ত্রী, কন্যা ও বোনকে হত্যা করার পর নিজেও আত্মহত্যার সিদ্ধান্ত জানান। তার ফেসবুক একাউন্টে হত্যা সম্বলিত পোষ্টগুলো থেকে জানা যায়, তার ১৯ বছর বয়সী কিশোরী কন্যার মাইগ্রেনের ব্যাথার কারণে সবসময়ই বিষন্ন জীবন কাটাতে হতো পরিবারের সদস্যদের।
এই যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি দেয়ার জন্যই তাকে হত্যা করেন জানজেন। এবং স্ত্রীকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করেন, ‘নিজের মেয়ের খুনের খবর শুনে হয়তো ব্যাথিত হতেন তাই তাকেও যন্ত্রনা থেকে মুক্তি দিয়ে দিলাম।’
সবশেষে নিজের বোনকে হত্যা সম্বন্ধে এই পাষন্ড খুনি বলেন, ‘নিজের ভাইয়ের এমন কৃতকর্মের লজ্জা থেকে তাকেও মুক্তি দেয়া হলো।’
এরপর জানজেন নিজে পুরো ঘরে আগুন লাগিয়ে দেন। আগুনে সবকিছ পুড়ে যাওয়ায় ঘরটিতে ঠিক কতজন মানুষ ছিলো তা বের করতে পারছেনা কানাডিয়ান পুলিশ। ধারণা করা হচ্ছে ঘাতক জানজেনও ঘরের ভিতরেই ছিলেন।
আরএএইচ/এলএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ২ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর
- ৩ যুক্তরাজ্যের কারাগারে অনশন, ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মীর মৃত্যু ঝুঁকি
- ৪ সুদানের নতুন মৃত্যুনগরী কোরদোফান, ১৬ বেসামরিকের প্রাণহানি
- ৫ ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেবে ইইউ