ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে: সোনিয়া গান্ধী

প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৯ মে ২০১৫

ভারতে সংখ্যালঘুরা দিন দিন আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।

শনিবার নয়া দিল্লিতে সদ্য প্রয়াত সম্পাদক বিনোদ মেহতাকে জি কে রেড্ডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সোনিয়া একথা বলেন।

সোনিয়া বলেন, মতামতকে এখানে গলা টিপে হত্যা করা হচ্ছে। সংখ্যালঘুরা প্রতিদিন নিজেদের নিরাপত্তা নিয়ে আরো ঝুঁকিতে পড়ছেন। আমাদের সমাজের অসাম্প্রদায়িক বুননটি ধ্বংস করা হচ্ছে। ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা আর অন্যায় ঢেকে রাখার চর্চা চলছে নগ্নভাবে।

তিনি বর্তমান মোদি সরকারকে ‘মুষ্টিমেয় মানুষের জন্য, অল্প কিছু মানুষ নিয়ে একজনমাত্র মানুষের ইচ্ছায় পরিচালিত’ সরকার বলে সামলোচনা করেন।

এসআরজে