নিজ দলের সিনেটরদের বিরোধীতায় আটকে গেল ওবামার বিল
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বিল তার নিজ দলের সিনেটরদের বিরোধীতা মুখে আটকে গিয়েছে।
মঙ্গলবার অনুমোদনের জন্য সিনেটে বিলটির পক্ষে-বিপক্ষে ৫২-৪৫ ভোট পড়ে। কিন্তু বিতর্ক শুরু করার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পেতে প্রস্তাবটি ব্যর্থ হয়। টিপিপি চুক্তিতে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে ওবামার ডেমক্রেট দল। তাই ওবামা তথাকথিত ‘ফাস্ট ট্র্যাক’ আইন পাসের জন্য বিরোধী রিপাবলিকানদের ওপর নির্ভর করেছিলেন। এ আইনের ফলে কংগ্রেস তখন টিপিপি নিয়ে ভোটের আয়োজন করতে পারবে।
বিলটি অনুমোদন না হওয়ার এই ঘটনাকে প্রেসিডেন্ট ওবামার আন্তঃপ্রশান্ত মহাসাগর অঞ্চলীয় বাণিজ্য প্রস্তাবের জন্য বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এশিয়ার উত্থান মোকাবিলা করতেই টিপিপি প্রস্তাব করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
নিজ দলের সিনেট সদস্যরা বিরোধিতা করায় ওবামা প্রশাসন টিপিপি বিলটি আইনে পরিণত করে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
জেআর/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর