ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় মোদি

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৮ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। কোরিয়ার রাজধানী সিউলে প্রবাসী ভারতীয়দের ব্যবস্থাপনায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে স্বাগত জানানো হয়। সূত্র জানায়, হুন্দাই, স্যামসং এবং এলজির শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

ভারতে গাড়ি, স্মার্টফোন এবং গৃহসজ্জার সামগ্রী প্রস্তুতকারক এ তিন আন্তর্জাতিক সংস্থার একাধিক কারখানা রয়েছে। কাজেই আরো বড় বিনিয়োগের দাবি নিয়ে ওই তিন সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন মোদি।

অন্যদিকে চীন এবং জাপানের তুলনায় এখনো পর্যন্ত ভারতে দক্ষিণ কোরিয়ার বিনিয়িগের পরিমাণ কম। মোদির লক্ষ্য, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া সফর শেষে অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নেয়া।

প্রসঙ্গত, মঙ্গলবার নরেন্দ্র মোদি উলসান শহরে যাবেন। সেখানে হুন্দাইয়ের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শন করবেন তিনি।

এসকেডি/বিএ/পিআর