দূষণে লেকের পানিতে জ্বলে উঠলো আগুন!
জলাশয়ের পানিতে নানা বর্জ্য ফেলার কারণে পানি দূষণ বাংলাদেশের মতো ভারতেও একটি সাধারণ ঘটনা। কিন্তু ব্যাঙ্গালুরুতে দেখা গেল চূড়ান্ত মাত্রার দূষণের এক অভিনব প্রতিক্রিয়া।
শহরের ইয়ামলুর লেকের পানিতে জ্বলে উঠল আগুন। বাসিন্দাদের দাবি সোমবার রাতে প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে দূষণের ফলে এই ঘটনা ঘটতেই পারে। বিভিন্ন সার্ভিস স্টেশন বা গ্যারেজ থেকে ভেসে আসে পেট্রোল, ডিজেল। এগুলিই ভাসতে থাকে লেকের জলে। কোনোভাবে তাতে আগুন ধরেই জ্বলতে শুরু করেছে।
বেঙ্গালুরুর লেকগুলিকে দূষণমুক্ত করার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এ ঘটনার পর দ্রুত জরুরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দূষণ নিয়ন্ত্রক বোর্ডের পক্ষ থেকে।
এসআরজে
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার