ভূমিধস ও বন্যায় পাকিস্তানে নিহত ৩৩৫
গত পাঁচ দশকে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। পাকিস্তান এবং পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরে পাঁচ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৩৫ জন মারা গেছে।
সোমবার পর্যন্ত বন্যায় প্রায় ৬০০ গ্রাম তলিয়ে গেছে এবং এর ফলে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে। কাশ্মীরে মারা গেছে ১৭৫ জন। এ ছাড়া পাকিস্তানে ১৬০ জনের বেশি লোক মারা গেছে।
বন্যায় হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। পাকিস্তান ও কাশ্মীরে আটকে পড়া লাখো মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হাদি হত্যায় সহযোগীদের কলকাতায় গ্রেফতারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ
- ২ অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
- ৩ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ৪ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?