ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইইউয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ক্যামেরনের বৈঠক

প্রকাশিত: ০২:৩৪ এএম, ২৬ মে ২০১৫

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বর্তমান সম্পর্ক নিয়ে দেশটির জনগন খুশি নয়। তাই সম্পর্ক উন্নয়ন ও ইইউ সংস্কার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়োঙ্কারের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। খবর বিবিসি।

খবরে বলা হয়, চলমান সংকট নিয়ে ইয়োঙ্কার ব্রিটেনের জন্য একটি ন্যায্য সমাধান খুঁজে বের করবেন এবং তিনি এ ব্যপারে সাহায্য করতে আগ্রহী। ব্রিটেন মূলত ইইউভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ যাতায়াতে স্বাধীনতা এবং আরো কয়েকটি নীতির ব্যপারে সংস্কার দাবী করে আসছে।

উল্লেখ্য, ব্রিটেন ইইউ-এর সাথে থাকবে কি না তা নিয়ে ২০১৭ সালের মধ্যে একটি গণভোটের আয়োজন করা ছিল বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসা মি. ক্যামেরনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

জেআর/এমএস