দেশে ফিরেছেন ভারতীয় ৪৬ নার্স
ইরাকে সুন্নি জঙ্গিদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ভারতের ৪৬ জন নার্স দেশে ফিরেছেন। আজ শনিবার তারা দেশে ফিরেছেন। ইরাকের তিকরিত শহরের একটি হাসপাতালে আটকে পড়া এসব নার্সকে গত বৃহস্পতিবার মসুলে নিয়ে যায় জঙ্গিরা। শুক্রবার বিকেলে তাঁদের ছেড়ে দেয় আইএসআইএসের জঙ্গিরা।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে এসব নার্সসহ আরও ভারতীয় নাগরিককে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান স্থানীয় সময় ভোর সোয়া চারটায় রওনা দেয়। আজ সকাল পৌনে নয়টায় বিমানটি ভারতের মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ইরাকপ্রবাসী ৩৯ জন ভারতীয় নির্মাণশ্রমিককে জোর করে ওই মসুল শহরে আটকে রেখেছিল জঙ্গিরা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৬ জন নার্স ছাড়াও ইরাকে আটকে পড়া আরও ১০০ জন ভারতীয়কে বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হাদি হত্যায় সহযোগীদের কলকাতায় গ্রেফতারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ
- ২ অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
- ৩ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ৪ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?