ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশু হত্যা ইসরাইলের সন্ত্রাসী তৎপরতা

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ০১ আগস্ট ২০১৫

পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনাকে ইসরাইলের সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণে একটি গ্রামে ১৮ মাসের এ শিশুকে পুড়িয়ে হত্যা করে অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলীরা। দুটি বাড়িতে তারা পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ি দুটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশা পুড়ে মারা যায়।

ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনে শিশুটির মা-বাবা ও চার বছরের ভাইও পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িতে আগুন ধরে যাওয়ার পর হতভাগ্য শিশুটির বাবা তাদের দুই ভাইকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, চার বছরের শিশুকে বাঁচানো গেলেও ১৮ মাসের ওই শিশুকে বাঁচাতে পারেননি। অগ্নিকাণ্ডের সময় পাশের বাড়িতে কেউ ছিল না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি; শুধুমাত্র বাড়িটি পুড়ে গেছে।

আরএস/এমএস