কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮ : আহত ৪০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পুলিশ জানায়, নগরীর শাহ শহিদ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এই ঘটনার শিশুসহ প্রায় ৪০০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ধ্বংসস্তুপের নিচে আরো মৃতদেহ চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্ভবত সেনাবাহিনীর কম্পাউন্ড লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এই ঘটনার জন্য তালেবান জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে। শক্তিশালী বিস্ফোরণে রাজধানীর মধ্যাঞ্চল কেঁপে ওঠে।
শুক্রবার সকালে এই বিস্ফোরণের পরপরই নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। ঘন জনবসতি এলাকার দোকানগুলোর ধ্বংসস্তুপ ও জানালার কাচ ভেঙে বহু লোক আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক।
একে/পিআর