চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হলেন মোদি-ম্যাঁক্রো
জাতিসংঘে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। সৌরশক্তির প্রচারণায় নেতৃত্ব দেওয়া এবং পরিবেশরক্ষায় অনুপ্রেরণামূলক কাজের জন্য তাদের দু’জনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সসহ পরিবেশ রক্ষায় একাধিক বিষয়ে নীতি নির্ধারণের জন্য এম্যানুয়েল ম্যাঁক্রো ও নরেন্দ্র মোদিকে সম্মানিত করা হয়েছে।
মোদির নেতৃত্বে ২০২২ সালের মধ্যে ভারতের সর্বত্র প্লাস্টিক ব্যবহার বর্জন করা হবে। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রধানমন্ত্রী মোদি। অপরদিকে এমানুয়েল ম্যাঁকো তার পররাষ্ট্রনীতিতে জলবায়ুকে সবার ওপরে রেখেছেন।

কেরালা রাজ্যের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওই বিমানবন্দরের সকল কার্যক্রম সৌরশক্তি দ্বারা পরিচালিত হচ্ছে।
ভারতের অন্যতম বৃহত্তম এবং দেশের চতুর্থ ব্যস্ত এই বিমানবন্দরটি ২০১৫ সাল থেকে প্রথমবারের মতো সৌরশক্তিতে সব কার্যক্রম পরিচালনা শুরু করে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের চাপ তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি
- ২ চীনের নির্যাতন থেকে বাচঁতে ভারতে ৩ ভাই, জেল খাটছে ১২ বছর
- ৩ সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর
- ৪ আফ্রিকার উপকূলে খাদ্য সংকট, ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
- ৫ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা