আফগানিস্তানে হামলায় দুই ন্যাটো সেনা নিহত
আফগানিস্তানে সেনাবাহিনীর পোশাক পরা বন্দুকধারীদের হামলায় দুই ন্যাটো সেনা নিহত হয়েছেন। দেশটির হেলমান্দ প্রদেশে স্থানীয় সময় বুধবার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, হেলমান্দ প্রদেশের দক্ষিণে ন্যাটো সেনাদের বহনকারী একটি গাড়িতে আফগান সেনাবাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ওই দুই ন্যাটো সদস্য কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
২০০৭ সাল থেকে আফগানিস্তান সেনাবাহিনীর সদস্যরা পশ্চিমা মিত্রদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে অন্তত ডজন খানেক হামলা চালিয়েছে। তবে বুধবারের এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এসঅাইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলের নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা শান্তিচুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে: কাতার
- ২ মিয়ানমারে নির্বাচনের আগে শত শত মামলা, বিরোধীদের চাপে রাখার চেষ্টায় জান্তা
- ৩ গত ৭ মাসে যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি
- ৪ ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ: ট্রাম্পের সহকারী
- ৫ বিশ্ববাজারে আরও কমবে চালের দাম, ঝুঁকিপূর্ণ খাদ্যে কঠোর ব্যবস্থা