১০ বছর বয়সীর বড়শিতে ২২০ কেজি মাছ!
কানাডায় ১০ বছর বয়সী এক বালক বড়শি দিয়ে ২২০ কেজি ওজনের একটি টুনা মাছ শিকার করেছে। কুন নর্টন নামের ওই বালক পরিবারের সঙ্গে প্রিন্স এডওয়ার্ড দ্বীপ বেড়াতে যায়। সেখানে সবার সঙ্গে সমুদ্রে মাছ ধরছিলো সে।
বড় ধরনের কোন মাছ বড়শিতে ধরা পড়েছে সেটি বোঝার পর শুরু হয় যুদ্ধ। এত বেশি ওজনের মাছটিকে টেনে আনতে ব্যাপক কষ্ট হয়েছিল বলে জানায় কুন নর্টন। বলেন, নৌকায় টেনে তুলতে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হয়েছে।
পাঁচ বছর বয়স থেকেই নাকি মাছ ধরায় পটু এই ছেলে। এখন দশ বছর বয়সেই বাজিমাত করে দিলো দুইশ ২০ কেজি ওজনের এক মাছ ধরে। দশ বছর বয়সী কারো এত বড় মাছ ধরার রেকর্ড নেই বিশ্বে কোথাও।
এসআইএস/এএইচ/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেষ জীবনে ‘চরম ইসলামবিদ্বেষী’ হয়ে উঠেছিলেন ব্রিজিত বার্দো
- ২ ঝড়-তুষারপাতে সুইডেনে নিহত ৩, ফিনল্যান্ডে বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারও মানুষ
- ৩ ইউক্রেনে শক্তি প্রয়োগ করে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের
- ৪ বাংলাদেশে নির্বাচনসহ ২০২৬ সালে বিশ্ব কাঁপাবে যেসব ঘটনা
- ৫ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ‘ইউরো মুদ্রা’ গ্রহণ করছে বুলগেরিয়া