আত্মহত্যা করতে চেয়েছিলেন মনিকা
হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ কর্মী মনিকা লিউনস্কি আত্মহত্যা করতে চেয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে রোমান্সের খবর ফাঁস হওয়ার পর তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন বলে মুখ খুললেন আলোচিত এই নারী।
সোমবার ফিলাডেলফিয়ায় ফোর্বস থার্টি আন্ডার থার্টি সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা তুলে ধরেন। তিনি বলেন, ওই খবর ফাঁসের পর ইন্টারনেটের মাধ্যমে যেসব সংবাদ ও গাল গল্প প্রচারিত হয় সেগুলোর কারণে ওই সময় আমি আত্মহত্যার কথা ভেবেছি। তিনি জানান, কম্পিাউটারের পর্দায় লেখাগুলো দেখে ‘ও ঈশ্বর’ বলে চিৎকার করতাম। তখন কেবল ভাবতাম ‘আমি মরতে চাই’।
মনিকা জানান, এসব কারণে সাইবার নিপীড়নের শিকার যারা তাদের রক্ষায় তিনি এগিয়ে আসতে চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে যৌন কেলেংকারির খবর প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেই হাসি ঠাট্টার শিকার হয়ে আসছেন। এখন থেকে যারা এ ধরণের নিপীড়নের শিকার হবেন তাদের পাশে দাঁড়াবেন তিনি। মনিকা বলেন, এক দশক আগে যে ধরনের ঠাট্টা তামাশা ও হয়রানি তার জীবনকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল সে ধরণের পীড়নের শিকার যারা তাদের সাহায্যে তিনি এগিয়ে আসবেন। সূত্র: এএফপি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প