সানায় ওমান রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলা
ইয়েমেনের রাজধানী সানায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ওই রাষ্ট্রদূতের বাসায বোমা হামলা চালানো হয় বলে ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ওমান পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাষ্ট্রদূতের বাসায় হামালার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবারের ওই হামলার বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এ পর্যন্ত অন্তত ১২ বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে। সম্প্রতি ইয়েমেনে আরব জোটের হামলার মাত্রা বৃদ্ধির পর সাবেক নির্বাসিত প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদি পুনরায় দেশে ফিরেছেন। গত বছরের সেপ্টেম্বরে শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা সানার দখল নেয়।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
- ২ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কী ক্ষতি বাংলাদেশের
- ৩ ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা
- ৪ প্রথমবার ১০০ ডলার ছাড়ালো রুপা, সোনার দাম ৫০০০ ডলার ছুঁইছুঁই
- ৫ ২ বছরের শিশুকে আটক করে ভিনরাজ্যে পাঠালো ট্রাম্পের আইসিই বাহিনী