প্রাক্তন প্রেমিকের চিঠি পোড়াতে গিয়ে বাড়িতেই লাগল আগুন
কিছুদিন আগেই ব্রেক-আপ হয়েছে হয়েছে দু'জনের। রাগে প্রাক্তন প্রেমিকের দেওয়া কোনও জিনিসই আর ঘরে রাখতে চাননি তরুণী। তাই প্রাক্তন প্রেমিকের কাছে পাওয়া সব উপহারের পাশাপাশি তাকে দেয়া প্রেমপত্র গুলোও পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন তিনি।
কিন্তু এমনটা করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন ওই তরুণী। প্রেমিকের লেখা সব চিঠি আগুনে পোড়াতে গিয়ে পুরো বাড়িতেই আগুন ধরে গেছে। খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে আগুন।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও মোট চার হাজার ডলারের সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ওই তরুণীর রাগের কারণে ক্ষতি হয়েছে প্রতিবেশীদেরও।
কারণ ওই তরুণীর নিজের বাড়ির পাশাপাশি প্রতিবেশীদের বাড়ি এবং জিনিসপত্রও পুড়ে গেছে। প্রেমপত্রগুলো পোড়াতে গিয়ে আগুন লেগে যায় ঘরের কার্পেটে। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র।
টিটিএন/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফের দলের প্রধান হলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি
- ২ পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকায় বিভ্রাট, মুসলিম হয়ে গেলেন ব্রাহ্মণ
- ৩ পাকিস্তানে আটকে থাকা পাঁচ শতাধিক আফগানকে নেবে জার্মানি
- ৪ ভেনেজুয়েলা উপকূলে মার্কিন হামলার ভিডিও ভাইরাল, নিহত ৪
- ৫ বিশ্বজুড়ে পানিবণ্টন নিয়ে উত্তেজনা, নজর থাকবে বাংলাদেশ-ভারতে