ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চায়। কিন্তু তেহরান এই সুযোগকে মৃত্যু এবং ধ্বংসের সঙ্গে মিলিয়ে ফেলছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত যে, গত সপ্তাহের তেলক্ষেত্রে হামলার পেছনে ইরান জড়িত। এটাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, আমরা যেকোনো উপায়ে যুদ্ধ এড়ানোর প্রত্যাশা করছি...আমরা আমাদের দেশ সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছি।
গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি আরামকোর দু’টি তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা হয়। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি তেলক্ষেত্রে হামলার দায় স্বীকার করলেও সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে দায়ী করছে। তবে ইরান হামলার এই অভিযোগ অস্বীকার করেছে।
আল-জুবায়ের জোর দিয়ে বলেছেন যে, ওই হামলা ইরানি ভূখণ্ড থেকে চালানো হয়েছে বলে ধারণা করছেন তারা। কারণ এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উড়ে এসেছে সৌদির উত্তরাঞ্চল থেকে। কিন্তু ইতোমধ্যে দেশটির প্রকাশিত বেশ কিছু নথিতে সৌদির উত্তরাঞ্চল থেকে হামলার ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি। সেসব উপাত্তের সঙ্গে সৌদি এই মন্ত্রীর দেয়া তথ্য সাংঘর্ষিক।
তিনি বলেন, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে দেশকে রক্ষার জন্য সৌদি আরব যা করা দরকার তার সবকিছু করতে প্রস্তুত আছে। তবে যুদ্ধই শেষ বিকল্প বলে মন্তব্য করেছেন তিনি।
সূত্র : মিডল ইস্ট মনিটর।
এসআইএস/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড
- ২ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
- ৩ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ৪ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৫ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ