ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই জঙ্গি নিহত
ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী আল কায়েদার দুই সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সানার মারিব শহরের কাছে আল কায়েদা জঙ্গিদের একটি গাড়িতে মার্কিন ড্রোন থেকে মিশাইল ছুঁড়লে ওই দুই জঙ্গি নিহত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের ওই শহরটিতে শিয়া বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে।
দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আবদ রাব্বু আল হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে গত মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরু করে।
এর আগে চলতি বছরের জুনে আল কায়েদার ইয়েমেন শাখার প্রধান নাসির আল উহায়শি মার্কিন ডোন হামলায় নিহত হয়।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চীনের রোষানলে হংকংয়ের ‘গণতন্ত্রপন্থি’ নেতা, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড
- ২ নেপালে রাজতন্ত্র ফেরাতে একীভূত হচ্ছে ২ দল, নির্বাচনের আগে নতুন সমীকরণ
- ৩ অস্ত্র আইন আরও কঠোর করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া
- ৪ নেপালে জেন জি আন্দোলনের ৩ মাস পরেই সংস্কার রূপরেখা সই, কী আছে চুক্তিতে?
- ৫ ২০২৬ সালেই এআই’র আসল প্রভাব দেখতে পাবে বিশ্ব