সিরিয়ায় হামলা চালাতে রুশ পার্লামেন্টের সম্মতি
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনার অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ। দেশটির পার্লামেন্টে এর পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়।
ভোটে সিরিয়ায় হামলা পরিচালনার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে। ফলে সিরিয়ায় রুশ বিমান হামলায় আর কোনো বাধা থাকলো না। খবর বিবিসির।
ক্রেমলিনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এর আগে সিরিয়ায় আইএস দমনে রাশিয়ার সাহায্য চায় দেশটির প্রেসিডেন্ট। আবেদনের পর রাশিয়ান ফেডারেশন কাউন্সিলে ভোট অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে ফেডারেশন বিমান হামলার অনুমোদন দেয়।
যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট ওয়ার্ক মঙ্গলবার মার্কিন সিনেটে বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের কোনো পরিকল্পনা নেই।
এদিকে, খুব শিগগিরই স্থল সেনা পাঠানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
- ২ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কী ক্ষতি বাংলাদেশের
- ৩ ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা
- ৪ প্রথমবার ১০০ ডলার ছাড়ালো রুপা, সোনার দাম ৫০০০ ডলার ছুঁইছুঁই
- ৫ ২ বছরের শিশুকে আটক করে ভিনরাজ্যে পাঠালো ট্রাম্পের আইসিই বাহিনী