বর্ধমান বিস্ফোরণে জড়িত জঙ্গিদের ধরতে পুরস্কার ঘোষণা
ভারতের বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে কেন্দ্রীয় সংস্থা এনআইএ’র তরফ থেকে পাওয়া যাবে পুরস্কার। এই ঘোষণা বেশ কয়েক দিন আগে দেওয়া হয়েছিল। এবার পুরস্কারের জন্য ১২ জন জঙ্গির নাম উল্লেখ করল গোয়েন্দা বিভাগ।
বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত ৫০জন অভিযুক্তের একটি নামের তালিকা তৈরি করেছে এনআইএ। তার মধ্যে ১২ জন ফেরারি অভিযুক্তের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামীতে বাকিদের নামের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি পলাতক ও অভিযুক্তদের নাম এবং ছবি দিয়ে পুরস্কার মূল্যে লিখে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হতে পারে।
বিস্ফোরণ-কাণ্ডে পলাতক হাবিবুর, সাহানুর এবং আমজাদের নামে তিন লাখ; রেজাউল, আব্দুল, বোরহান এবং জাহিরুলের নামে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে এনআইএ।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হাদি হত্যায় সহযোগীদের কলকাতায় গ্রেফতারের খবর গুজব: পশ্চিমবঙ্গ পুলিশ
- ২ অবরুদ্ধ তাইওয়ান, ব্যাপক আকারে সামরিক মহড়া চালাচ্ছে চীন
- ৩ তুরস্কে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান, পুলিশসহ নিহত ৯
- ৪ যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা, পাবে বাংলাদেশও
- ৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?