গ্রিক উপকূলে নৌকাডুবি : নিহত ১০
গ্রিসের অদূরে অভিবাসী নৌকাডুবির ঘটনায় সাত শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে। বুধবার চারটি জাহাজে করে অভিবাসীরা তুরস্ক থেকে বিপজ্জনক সমুদ্র পাড়ি দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা আরো শিশু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জাহাজগুলোতে দুই শতাধিক যাত্রী ছিল। এদের অনেকে হাইপোথারমিয়ায় ভূগছিল। এদেরকে গ্রীক দ্বীপ লেসবোসের উত্তর উপকূলের অদূর থেকে উদ্ধার করা হয়।
লেসবোস ইউরোপে ঢোকার একটি প্রধান প্রবেশ পথ। এখান দিয়ে অভিবাসীদের স্রোত ইউরোপে প্রবেশের প্রচেষ্টা চালায়। ছবিতে দেখা গেছে দ্বীপটির উপকূলে চিকিৎসকরা অজ্ঞান শিশুদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন।
পরে সন্ধ্যায় গ্রিসের অ্যাগাথোনিসি দ্বীপের অদূরে ডুবে যাওয়া এক নারী ও দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। স্থানটি তুরস্ক উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
পুলিশ জানায়, বন্দর পুলিশ বুধবার রাতে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। টহল জাহাজ, মাছ ধরার নৌকা ও এমনকি স্থানীয়রাও জেট স্কি নিয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
রাতের বেলা ঝড়ো বাতাসের কারণে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা ব্যহত হয়েছে।
বন্দর পুলিশ জানায়, কতজন মানুষ পানিতে রয়েছে তা এখনও জানা যায়নি।
একে/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ২ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৩ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৪ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৫ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি