রাশিয়াকে পরাশক্তি মানতে নারাজ যুক্তরাষ্ট্র
রাশিয়া এখন আর পরাশক্তি নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র । দেশটি বলছে,সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় বর্তমানে বিশ্বে মস্কোর প্রভাব সীমিত।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও দফতর হোয়াইট হাউজের প্রেস সচিব জোস আরনেস্ট এ কথা বলেন।
তিনি বলেন, গত কয়েক সপ্তাহের পর্যালোচনায় দেখা গেছে, দেশটির অর্থনীতি দুর্বল এবং ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। “তারা এখন বিশ্বের পঞ্চদশ বৃহত্তম অর্থনীতির দেশ এবং স্পেনের চেয়েও পিছিয়ে তাদের অবস্থান।”
আরনেস্ট বলছেন, “তাদের অর্থনীতি দিন দিন খারাপ হচ্ছে এবং রাশিয়া এখন একঘরে। শুধু ইউরোপের দেশগুলোর সঙ্গে দূরত্বই নয়, সিরিয়ায় গোষ্ঠীগত কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে এখন তারা দেখতে পাচ্ছে, এই যুদ্ধে তাদের বন্ধু এখন শুধু টালমাটাল পরিস্থিতিতে থাকা সিরিয়া সরকার ও ইরান।”
এসকেডি/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
- ২ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ৩ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৪ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৫ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প