দিল্লিতে তাজিয়া মিছিলে না, গণেশ পূজাও প্রকাশ্যে নয়
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিপর্যস্ত গোটা বিশ্ব। এ ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা গেলেও এখনও দৃশ্যত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আর তাই ভাইরাসের বিস্তার সীমিত রাখতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে সব দেশের সরকার; যদিও এরমধ্যে অর্থনীতির চাকা সচল রাখার চ্যালেঞ্জও নিতে হচ্ছে।
এসবেরই ধারাবাহিকতায় এ বছর আশুরায় তাজিয়া মিছিলে না বলে দিয়েছে দিল্লি। অর্থাৎ সেখানে এবার তাজিয়া মিছিল বের করা যাবে না। একইসঙ্গে এ নির্দেশনাও জারি করা হয়েছে যে, প্রকাশ্য গণেঝ পূজাও করা যাবে না এবার। করোনার কারণে এই নিষেধাজ্ঞা।
এ মাসের শেষ দিকে আশুরা আর ২২ অগাস্ট গণপতি উৎসব বা গণেশ পূজা।
সরকারি নির্দেশে বলা হয়েছে, গণেশ চতুর্দশী উৎসবে প্যান্ডেল খাটিয়ে জনস্থানে গণেশ পূজা করা যাবে না। কোনোরকম শোভাযাত্রা করার অনুমতিও দেয়া হবে না। করোনার সময়ে লোককে বাড়িতে উৎসব পালন করতে বলা হচ্ছে।
একইরকমভাবে সরকারি নির্দেশে জানানো হয়েছে, মহররমের সময় কোনো তাজিয়া বা শোভাযাত্রা করা যাবে না। করোনার কারণেই সকলকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন ঘরে থেকে মহররম পালন করেন।
দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, গণেশ চতুর্থীর সময় প্রকাশ্যে বড় পূজা, জমায়েত করলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। সূত্র : ডয়েচে ভেলে।
এনএফ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ কম্বোডিয়ার কাছ থেকেই যুদ্ধবিরতির ঘোষণা চায় থাইল্যান্ড, সংঘাত অব্যাহত
- ২ পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি-কমিশনারকে শোকজ
- ৩ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ৪ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ৫ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস