ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক হবে ভার্চুয়ালি
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্কটি হবে ভার্চুয়ালি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ ‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস’ এ ঘোষণা দিয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবারের প্রতিবেদনে বিবিসি জানাচ্ছে, প্রথম বিতর্কের পর করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তিনদিন হাসপাতালে থেকে তিনি এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যেই দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্তের কথা জানা গেলো।
ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসকরা অবশ্য বলছেন, গত ২৪ ঘণ্টা ধরে ট্রাম্পের দেহে করোনার কোনো উপসর্গ নেই। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্কের এই দিনক্ষণ আগেই ঠিক ছিল।
দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন এই বিতর্ক হবে টাউন হল ধরনের আয়োজন; যেখানে বিরোধী দুই প্রার্থী দূরবর্তী পৃথক পৃথক স্থান থেকে বিতর্কে অংশ নেবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে এখনো করোনাভাইরাস থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার বিপক্ষে মত দিয়ে বুধবার নিজের অবস্থান ঘোষণা করেছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ট্রাম্পের সঙ্গে পুনরায় বিতর্ক নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একমাত্র বিতর্কে গতরাতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স তীব্র বাগযুদ্ধে জড়ান।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। সেই বিতর্কে দুই প্রার্থী তীব্র বাদানুবাদে জড়ান। তাদের মধ্যে তিক্ত বাক্য বিনিময়ও হয়। বিতর্কে তারা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণও করেন।
এসএ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি-কমিশনারকে শোকজ
- ২ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ৩ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ৪ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী