ক্ষোভে কোটি টাকার মার্সিডিজ পুড়িয়ে দিলেন রাশিয়ান ইউটিউবার
রাশিয়ার জনপ্রিয় ইউটিউবার মিখাইল লিটভিন তার বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি পুড়িয়ে দিয়েছেন। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এ ঘটনা লাখ লাখ দর্শককে হতবাক করেছে।
মোটরওয়ান২৪.কমের তথ্য অনুযায়ী, মিখাইল লিটভিন একজন রাশিয়ান ইউটিউবার যিনি ক্রমাগত সমস্যার মুখোমুখি হওয়ার পরে একটি খালি মাঠের মাঝখানে তার বিলাসবহুল গাড়িটিকে আগুন ধরিয়ে দেন।
তার মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস মডেলের গাড়িটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে তিন কোটি টাকা। একটি অফিসিয়াল ডিলারশিপ থেকে কেনার পর বেশ কয়েকবার এটি ভেঙে যায় বলে জানা গেছে।

সম্প্রতি তার ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিখাইল লিটভিন, যিনি মিশা নামেও পরিচিত, তিনি তার বিলাসবহুল গাড়িটি পুড়িয়ে দিচ্ছেন।
ফুটেজটি ইউটিউবে ১২ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে, যেখানে মিখাইলের প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছেন।
২০১৯ সালে গাড়িটি কেনেন মিখাইল লিটভিন। এরপর থেকে সমস্যা লেগেই ছিল। তিনি বেশ কয়েকবার ডিলারের কাছে ফেরত পাঠিয়েছিলেন।
তবে সমস্যার সমাধান হয়নি। গাড়িটি নিয়ে তিনি বেশ সমস্যার মুখোমুখি হন ও হতাশ হয়ে পড়েন। অগত্যা তিনি এমন সিদ্ধান্ত নেন।
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প