ইরাকে মার্কিন ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা
ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আল-বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা রকেট ছোড়া হয়েছে। কমপক্ষে সাতটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে রকেটগুলো দুটি ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
অন্য পাঁচটি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়েছে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
গত কয়েক মাসে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় এ ধরনের হামলা চালানো হয়েছে। গত ৩ মার্চ ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হন।
ইরাক-সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনেও এ পর্যন্ত বেশ কয়েকবার রকেট হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের গাড়িবহরে সাম্প্রতিক দিনগুলোতে বহুবার বোমা হামলার ঘটনাও ঘটেছে।
প্রকৃতপক্ষে, ইরাকি জনগণের মধ্যে তীব্র মার্কিনবিরোধী অনুভূতি কাজ করছে। ২০২০ সালের জানুয়ারি মাসে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে ইরাকি সংসদে একটি প্রস্তাব পাস করা হলেও মার্কিন সরকার এখনও সেখান থেকে সব সেনা প্রত্যাহার করেনি।
টিটিএন/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অস্ট্রেলিয়ার পর ভয়াবহ অবস্থা নিউজিল্যান্ডে: দমকলকর্মীর মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা
- ২ যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট
- ৩ সুদানে মানবতাবিরোধী অপরাধ করছে আরএসএফ, ফের ধর্ষণের শিকার ১৯ নারী
- ৪ আপনার স্ত্রী কি ভারতীয় নন? অভিবাসী ইস্যুতে জেডি ভ্যান্সকে প্রশ্ন
- ৫ জাপানে চীনা রাষ্ট্রদূতকে জরুরি তলব