মমতার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন মনোজ তিওয়ারি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। বিধায়কদেরও শপথ নেয়া শেষ।
এই পরিস্থিতিতে সোমবার (১০ মে) গঠিত হবে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। এদিন শপথ নেবেন মোট ৪৩ জন মন্ত্রী।
আর এই তালিকাতেই রয়েছে প্রথমবার ভোটে নেমে জয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাসদারের নাম।
তৃণমূল সূত্রে খবর, হাওড়ার শিবপুর থেকে জেতা মনোজ পেতে পারেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে বীরবাহা কোন মন্ত্রণালয় পাবেন, তা অবশ্য জানা যায়নি।
এবারের ভোটে মনোজ হারিয়েছেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে। পেয়েছেন মোট ৯২ হাজার ৩৭২ ভোট।
অন্যদিকে, বীরবাহা জিতেছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকুমার সতপথীকে। বীরবাহা পেয়েছেন ৫৪ দশমিক ২৬ শতাংশ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ৩৫ দশমিক ৩১ শতাংশ ভোট।
মন্ত্রিসভার শপথগ্রহণ বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেডএইচ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প