করোনা টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষের বিদায়
গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয়, আর পুরুষ জাতির মধ্যে প্রথম করোনাভাইরাসরোধী টিকা নেয়া উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন। করোনা নয়, তিনি হার মেনেছেন মূলত বয়সের কাছে। গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন ৮১ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক।
বিবিসির খবর অনুসারে, গত বছরের ডিসেম্বরে কভেন্ট্রি ইউনিভার্সিটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শেক্সপিয়ার। তার আগে বিশ্বের প্রথম মানুষ হিসেবে করোনা টিকা গ্রহণ করেন ৯১ বছর বয়সী নারী মার্গারেট কীনান।
শেক্সপিয়ার দীর্ঘ তিন দশক অ্যালেসলের স্থানীয় প্রশাসনে কাজ করেছেন। চাকরি করেছেন রোল-রয়েসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে। একসময় প্যারিশ কাউন্সিলর হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি।

বৃদ্ধ শেক্সপিয়ার স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তার স্মৃতিচারণ করে স্ত্রী জয় শেক্সপিয়ার বলেন, বিশ্বের প্রথম টিকাগ্রহণকারীদের মধ্যে একজন হওয়ার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন বিল (শেক্সপিয়ার)। এর জন্য প্রচণ্ড গর্ববোধ করতেন। তিনি প্রায়ই মানুষের সঙ্গে এ নিয়ে কথা বলতেন এবং সবসময় সবাইকে টিকা নিতে উৎসাহ দিতেন।
জয়ের মতে, সবাই করোনা টিকা নেয়াই হবে শেক্সপিয়ারকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়।
কেএএ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলই
- ২ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ৩ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৪ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৫ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি