ইরাকে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত
ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের একটি চেকপয়েন্টের কাছে ওই হামলা চালানো হয়। স্থানীয় মেডিক্যাল এবং নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির এক শীর্ষ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, মধ্যরাতের কিছু সময় পর শহরের দক্ষিণে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, জিহাদি সদস্যরা প্রায়ই ইরাকের সেনাবাহিনী এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।
তবে রোববারের হামলা চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা। দেশটিতে এর আগেও আইএসের হামলার শিকার হয়েছেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
টিটিএন/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প