ব্রাজিলে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়ালো
ফাইল ছবি
করোনা মহামারি শুরুর পর থেকে ব্রাজিলে স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।
দেশটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানা গেছে, ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ছয় লাখ ৪২৫ জন ।
সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫২ জনে। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৪২৫ জন। আর সেরে উঠেছেন দুই কোটি ছয় লাখ ৬৫ হাজার ২৭৩ জন।
দেশটির আরও একটি পরিসংখ্যান থেকে জানা গেছে যে, অন্তত ১২ হাজার ২১১ জন শিশু যাদের বয়স ছয় বছর পর্যন্ত তারা স্বজন হারিয়েছেন করোনার মধ্যে। তাদের অনেকের বাবা নেই, কারও মা নেই কারও আবার বাবা-মা দুইজনই মারা গেছেন করোনায়।

প্রতিদিন দেশটিতে করোনায় মারা যাচ্ছে ৪৩৮ জন করে। যা পূর্বের চেয়ে ১৮ দশমিক ১ শতাংশ কমেছে, গত ২০২০ সালের নভেম্বরের পর। ২০২১ সালের জুন মাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায়। দেশটিতে গড়ে সেসময় মারা যায় দুই হাজার মানুষ। গত দুই সপ্তাহ থেকে যা এখন ৫৫ দশমিক ৮ শতাংশ কম।
দেশটিতে টিকাদান কর্মসূচি চললেও ডেল্টা ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জানুয়ারিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ৭১ দশমিক ৮ শতাংশ প্রথম ডোজ নিয়েছেন। পুরোপুরি টিকা নিয়েছেন ৪৫ দশমিক ৬ শতাংশ মানুষ। এক শতাংশের কম নিয়েছেন বুস্টার ডোজ।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে করোনা মহামারি। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএনআর/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিশু উদ্ধার, এখনো নিখোঁজ ১৬৫
- ২ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ২০২৬, বাংলাদেশ থেকে আবেদন করবেন যেভাবে
- ৩ অস্ট্রেলিয়ার পর ভয়াবহ অবস্থা নিউজিল্যান্ডে: দমকলকর্মীর মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা
- ৪ যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট
- ৫ সুদানে মানবতাবিরোধী অপরাধ করছে আরএসএফ, ফের ধর্ষণের শিকার ১৯ নারী