ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শিশুকে বৈদ্যুতিক প্লাগে পয়সা ছোঁয়াতে বললো অ্যালেক্সা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

বাইরে আবহাওয়া খারাপ। এ জন্য ঘরের ভেতরই ১০ বছরের মেয়েকে শারীরিক পরিশ্রম হবে এমন কিছু করাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিন লিভদাল। এর জন্য অ্যামাজনের ভার্চুয়াল সহকারী প্রযুক্তি অ্যালেক্সার সহযোগিতা চান তিনি। কিন্তু জবাবে অ্যালেক্সা যা বললো, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। অ্যামাজনের ইকো স্মার্ট স্পিকার বাচ্চা মেয়েটিকে বৈদ্যুতিক বোর্ডে অর্ধেক ঢোকানো প্লাগের সঙ্গে ধাতব মুদ্রা (কয়েন) ছোঁয়ানোর চ্যালেঞ্জ দিয়ে বসে।

এ ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে প্রযুক্তি জগতে। ব্যাপক সমালোচনার মুখে অ্যালেক্সা প্রযুক্তিতে সংশোধন আনতে বাধ্য হয়েছে অ্যামাজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত সোমবার (২৭ ডিসেম্বর) টুইটারে অ্যালেক্সার অ্যাক্টিভিটি লগের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ক্রিস্টিন। এতে দেখা যায়, একটি ওয়েবসাইটের সূত্র দিয়ে অ্যালেক্সা বলেছে, চ্যালেঞ্জটি সহজ: ওয়াল আউটলেটে ফোনের চার্জার অর্ধেক ঢোকান, এরপর খোলা অংশে একটি পয়সা স্পর্শ করান।

ধাতব মুদ্রা বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় সত্যি সত্যি অ্যালেক্সার চ্যালেঞ্জ নিতে গেলে প্রাণহানির আশঙ্কা ছিল মেয়েটির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথাকথিত এই ‘পেনি চ্যালেঞ্জ’ গত বছর টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীরা সতর্ক করেছেন, এটি করতে গেলে বৈদ্যুতিক ব্যবস্থার মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি আগুনও লেগে যেতে পারে।

ক্রিস্টিনের টুইট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাজন জানিয়েছে, তারা অ্যালেক্সা আপডেট করেছে। এ ধরনের ভুল আর হবে না।

বিজ্ঞাপন

সূত্র: স্কাই নিউজ

কেএএ/এএসএম

বিজ্ঞাপন