পাকিস্তানে চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণ
ছবি: সংগৃহীত
পাকিস্তানে চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এতে দেশটিতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিনজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাকিস্তানে সম্প্রতি যৌন সহিংসতা বেড়েছে। বুধবার (১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রেলওয়ে পুলিশ প্রধান ফয়সাল শাহকার মঙ্গলবার বলেন, ২৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের মা। গত সপ্তাহে তিনি ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। সে সময় ট্রেনের টিকেট চেকার তাকে প্রলুব্ধ করে একটি খালি বগীতে নিয়ে যান। এরপর সেখানে ওই চেকারসহ তিনজনে ধর্ষণ করেন।
তিনি বলেন, ঘটনাটি জানাজানি হলে পুলিশ সোমবার দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। তৃতীয় একজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাহাউদ্দিন জাকারিয়া এক্সপ্রেস নামের ট্রেনটি মুলতান থেকে পাকিস্তানের বৃহত্তম শহর করাচি যাচ্ছিল। এটির নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব একটি বেসরকারি কোম্পানির হাতে ছিল।
এমন বর্বর ঘটনা সামনের আসার পর বিভিন্ন মানবাধিকার সংস্থা, কর্মী ও জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
এমএসএম/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভিসাকেন্দ্র বন্ধ, ধুঁকছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
- ২ ইসরায়েলের স্বীকৃতি নিয়ে ২১ আরব-আফ্রিকান দেশের নিন্দা-প্রত্যাখ্যান
- ৩ হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯, জব্দ ৮ মিলিয়ন ইউরো
- ৪ বৃষ্টি-বন্যা-তীব্র শীতে ভয়াবহ ভোগান্তিতে ফিলিস্তিনিরা
- ৫ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে: মিয়ানমার জান্তা প্রধান