আমিরাতে আফগান শরণার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে শত শত আফগান শরণার্থীরা বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ চলমান পুনর্বাসন প্রক্রিয়া অস্পষ্ট ও ধীর। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে হঠাৎ করে ক্ষমতা দখল করে তালেবান। তারপর দেশটির অনেক নাগরিককে উদ্ধার করে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়া হয়। বুধবার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আফগান শরণার্থীরা সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছে। আবু ধাবির যেখানে তারা থাকছে সেখানে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
প্রতিবেদনে বলা হয়, শত শত আফগান নাগরিকরা সেখানে অস্থায়ী হাউজিংয়ে বসবাস করছে। মূলত যুক্তরাষ্ট্র বা অন্যকোনো দেশে স্থায়ী হওয়ার জন্য তারা অপেক্ষা করছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান বলেন, প্রায় এক বছর ধরে আমারা এখানের ক্যাম্পে থাকছি, যা আধুনিক কারাগারের মতো। কেউ বাইরে যেতে পারে না। তাছাড়া কবে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে তাও জানানো হচ্ছে না।
প্রকাশিত ছবি-ভিডিওতে শিশু ও প্রাপ্তবয়স্কদের এমিরেটস হিউম্যানিটারিয়ান সিটি নামে পরিচিত স্থানটিতে প্রতিবাদ করতে দেখা গেছে। এক তরুণের হাতে থাকা ব্যানারে ‘এক বছরই যথেষ্ট’ লেখা স্লোগানও গেছে।
এমএসএম/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশি কি না যাচাইয়ে ‘মোবাইল দিয়ে স্ক্যান’, বিতর্কে উত্তর প্রদেশ পুলিশ
- ২ পশ্চিমবঙ্গের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে হিন্দু সংগঠনের বাধা-বিক্ষোভ
- ৩ তিন ক্যাটাগরির পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৪ ইরানে হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে: যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি
- ৫ ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে ‘উদ্ধারে এগিয়ে আসবে’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প