স্মার্টফোন চুরির দায়ে নির্মম শাস্তি বানরের (ভিডিও)
ক্ষুধার জ্বালা মেটাতে কত কিছুই না করছে মানুষ। কেউ হাজার টাকার খাবার নষ্ট করছে তো কেউ ডাস্টবিনে ফেলে দেয়া খাবার সংগ্রহ করে খাচ্ছে। তবে এ রকমই ক্ষুধা মেটাতে উঠে পড়েছিল একটি বানর।
ক্ষুধা নিবারণে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের সিওনের একটি বাড়ি থেকে স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় ওই বানর। বানর কি আর জানে এজন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অবিশ্বাস্য হলেও সত্য সিওনের এলাকার বাসিন্দারা এক বানরকে ধরে, বেঁধে বন্দি করে কয়েক ঘণ্টা। দুটি হাত পেছনে নিয়ে কষে বেঁধে রাখা হয় দড়ি দিয়ে; শুধু কি তাই উপুড় করে বসিয়ে রাখা হয় এই নিরীহ প্রাণীকে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস ধরে ওই এলাকার বাসিন্দারা বানরটির হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে আসছেন। বানরটির বিরুদ্ধে ওই এলাকার কিছু বাড়ি থেকে খাবার চুরি সহ স্থানীয় দোকানের বালিশ ছিঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে। পরে একজন দক্ষ লোককে দিয়ে ওই বানরটিকে আটক করে স্থানীয়রা।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ