ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হংকংয়ে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ : অাহত ২৪

প্রকাশিত: ০৭:৩২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

হংকংয়ে নতুন চন্দ্র বর্ষ উদযাপনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। মং কক এলাকার ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবারের এ সংঘর্ষে কয়েক ডজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৪ জন। খবর বিবিসি, আলজাজিরা।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মং ককের রাস্তা থেকে দোকানপাট উচ্ছেদ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা। পরে পেপার স্প্রে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। এ সময় পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে দাঙ্গাকারীদের সতর্ক করার চেষ্টা করেছে। এতে ৪৪জন আহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ২৩ জনকে।

দেশটির সরকার এ সহিংসতার নিন্দা জানিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেছে।  ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের ওপর ইটপাটকেল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে তাদের আহত করেছে। এতে পুলিশ ও অন্যান্য মানুষের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে।
 
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মং ককের ভারপ্রাপ্ত কমান্ডার ইয়াউ সিউ কেই এই দাঙ্গার জন্য উগ্রপন্থিদের দায়ী করেছেন।

এসআইএস/এমএস