আফগানিস্তানে শেষকৃত্য অনুষ্ঠানে হামলায় নিহত ৯
আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বাগলান প্রদেশের পুলিশ প্রধান আমিনুল্লাহ্ আমারখিল এএফপি কে বলেন, সোমবার সকালে বুরকা এলাকায় বাগলানের এক উপজাতীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে মানুষের ভিড়ের মধ্যে প্রবেশ করে এ বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে বলা হয়েছে এই ঘটনায় দুই পুলিশসহ ৯ জন নিহত ও প্রায় ১৮ জন আহত হয়েছে। বুরকার জেলা প্রধান তাজ মোহাম্মদ তাকওয়া এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
তিনি আরও বলেন, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ও প্রাদেশিক পরিষদের সদস্যদের লক্ষ্য করেই সম্ভবত এ হামলা চালানো হয়েছে। তারা অক্ষত রয়েছেন।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উজবেকদের ঐতিহ্যবাহী খাবার পিলাফ, রান্না করা হয় বিশাল কড়াইয়ে
- ২ পাকিস্তানের অস্ত্র কিনছে লিবিয়ার হাফতার বাহিনী, ৪৬০ কোটি ডলারের চুক্তি
- ৩ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পেশাদারত্বের প্রশংসা সৌদির
- ৪ এআই উন্নয়নে প্রায় ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাইটডান্স
- ৫ স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ৩০০০ ডলার দেবেন ট্রাম্প