ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিবাহিত এক নারীকে চিঠি লেখতেন পোপ জন পল

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রয়াত দ্বিতীয় পোপ জন পল ও বিবাহিত এক নারীর মধ্যে আদান প্রদান হওয়া কয়েকশ` চিঠি খুঁজে পেয়েছে বিবিসি।চিঠিগুলো আবেগপ্রবণ এক গভীর সম্পর্কের ধারণা দেয় বলে এক খবরে জানানো হয়েছে।

সংবাদে জানা যায়, ১৯৭৩ সালে পোল্যান্ডের বংশোদ্ভূত আমেরিকান দর্শনবীদ আনা তেরেসা তিমিনিয়েত্স্কার সঙ্গে তার এই চিঠি আদান প্রদান শুরু হয়। তখনো তিনি পোপ নির্বাচিত হননি। তখন তিনি ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা। মিজ তিমিনিয়েত্স্কা একটি বই সম্পর্কে প্রথম যোগাযোগ করেন ভবিষ্যৎ পোপের সঙ্গে। এর পর থেকেই তাদের নিয়মিত যোগাযোগ ছিল।

এমন প্রায় কয়েকশ` চিঠি পোল্যান্ডের জাতীয় লাইব্রেরিতে লুকানো ছিল। এসব চিঠিতে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে আনা তেরেসা তিমিনিয়েত্স্কার পোপের সঙ্গে অবকাশ যাপনের খবর। ক্যাম্পিং ও স্কি ট্রিপেও অংশ নিয়েছেন তারা। এছাড়া বিরল কয়েকটি ছবিতে তাঁবুর সামনে দু`জনকে দেখা যাচ্ছে বলেও জানানো হয়েছে বিবিসি ওই সংবাদে।

১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন টিকে ছিল তাদের বন্ধুত্ব। কিন্তু পোপ জন পল কখনো কৌমার্য ব্রত ভেঙেছেন কি না সেটি এসব চিঠিতে পরিষ্কার নয়।

আরএস/এমএস