ব্রাজিলে একইসঙ্গে ২ হাজার জুটির বিয়ে (ভিডিও)
ব্রাজিলে একইসঙ্গে প্রায় দুই হাজার জুটির বিয়ে সম্পন্ন হয়েছে। রিও ডি জেনিরোর মারাকানাজিনহো স্টেডিয়ামে এ গণবিয়ে সম্পন্ন হয়। শহরটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিয়ের অনুষ্ঠান।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাৎসরিক এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হলো স্বল্প উপার্জনক্ষম নারী-পুরুষকে (যারা বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে পারেন না) বিবাহবন্ধনে আবদ্ধ হতে সহায়তা করা। বিয়ে উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষ একটি যাত্রীবাহী ট্রেনে ফ্রি যাতায়াতের ব্যবস্থা করে।
কর্তৃপক্ষ মনে করছে, ‘দিয়া ডু সিম’ বা ‘আই ডু ডে’ নামের ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় ১২ হাজার লোক অংশ নেয়। যে সব কাপলের পারিবারিক উপাজর্নন এক হাজার ডলারের উপরে তাদের ওই বিয়েতে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়।
অনুষ্ঠানে যাদের বিয়ে সম্পন্ন হয় তাদের শুভ কামনা জানান রোমান ক্যাথোলিক বিশপ ও খ্রিস্টান যাজক। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন যাবত একসঙ্গে বসবাস করে আসছেন। আবার অনেকের সন্তান হয়েছে, যাদের (সন্তানদের) বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়। - বিবিসি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা
- ২ লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
- ৩ উজবেকদের ঐতিহ্যবাহী খাবার পিলাফ, রান্না করা হয় বিশাল কড়াইয়ে
- ৪ পাকিস্তানের অস্ত্র কিনছে লিবিয়ার হাফতার বাহিনী, ৪৬০ কোটি ডলারের চুক্তি
- ৫ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পেশাদারত্বের প্রশংসা সৌদির