ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানি বিজ্ঞানীর দ্রুত ক্যানসার নির্ণয় যন্ত্র আবিষ্কার

প্রকাশিত: ১০:৫২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দ্রুত ক্যান্সারের সেল সনাক্তকরণের জন্য একটি নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেক্সাসের আর্লিংটন ইউনিভার্সিটির একজন সহযোগী অধ্যাপক। এই ডিভাইসের মাধ্যমে কারো শরীরে ক্যান্সার আছে কিনা তা জানা যাবে।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামির ইকবাল নামের পাকিস্তানি ওই অধ্যাপক এটি তৈরি করেছেন। ডিভাইসটি সঠিক সময়ে সেলুলার আচরণ ট্র্যাক করে শরীরে ক্যান্সার আছে কিনা তা জানিয়ে দেবে। পাকিস্তানি বংশোদ্ভূত এই অধ্যাপক দীর্ঘদিন ধরে এক দল গবেষকের সঙ্গে এ বিষয়ে কাজ করেছেন।  

সামির ইকবাল বলেন, মানুষের শরীরের টিস্যুর বেশ কয়েকটি স্তর তার দল পর্যবেক্ষণ করেছে। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে একটি ডিভাইস তৈরি করা যায়, যা মানব শরীরের টিস্যুগুলো অনুকরণ করবে। একই সঙ্গে ওই ডিভাইসের মাধ্যমে রক্তকণিকা ও প্রকৃত টিস্যুর অবস্থা সম্পর্কে জানা যাবে।  

তিনি বলেন, একটি ডায়াগনস্টিক টুল তৈরি করতে আমরা কিছু টিস্যু ব্যবহার করে একটি ন্যানো টেক্সচার্ড দেয়াল তৈরি করেছি। ফলে ক্যান্সার আক্রান্ত কোষগুলো এ দেয়ালের সংস্পর্শে এলে নড়তে শুরু করবে। আর এই নড়াচড়া করতে থাকা কোষগুলো চিকিৎসককে ক্যান্সার সনাক্ত করে চিকিৎসায় সহায়তা করবে।

এসআইএস/আরআইপি