ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাঠ বিদ্রোহে ভারতের হরিয়ানায় কারফিউ

প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি এবং শিক্ষাক্ষেত্রে বাড়তি সুবিধা চেয়ে গত দুদিন ধরে ভারতের হরিয়ানায় সহিংস আন্দোলন চালিয়ে আসছেন জাঠ সম্প্রদায়ের আন্দোলনকারীরা। আন্দোলনে সহিংসতার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই রাজ্যে কারফিউ জারি করতে হয়েছে প্রশাসনকে। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত তিনজন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

জাঠরা বর্তমানে ‘উচ্চবর্ণের মর্যাদা’ পেয়ে থাকলেও আন্দোলনকারীদের দাবি চাকরির ক্ষেত্রে ‘নিম্নবর্ণে’র মানুষেরা যেসব সুবিধা পেয়ে থাকেন তাদেরও একই সুবিধা দিতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে সেনাও মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীরা শুক্রবার রোহতক শহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন, সড়ক অবরোধ করেন, গাড়ি পুড়িয়ে দেন ও এক মন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেন। এসব চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারাও যান।

এই সহিংসতা শনিবারও চলছে। আন্দোলনকারীরা আজ রাজ্যের একটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারে অফিসে অগ্নিসংযোগ করেন।

আলাপ-আলোচনা করেও এখনো পর্যন্ত এ সমস্যার কোনো সমাধান আসেনি।

চলমান আন্দোলনের নেতৃত্বে থাকা একটি জাঠ সংগঠনের সভাপতি ইয়াশপাল মালিক এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, সরকার আমাদের দাবি-দাওয়া মেনে নিলে তবেই এ আন্দোলন থামবে।

বৈষম্য নিরসনে ‘নিম্নবর্ণের মানুষদের’ কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে ভারতীয় সরকার। কিন্তু জাঠ নেতাদের অভিযোগ এই কোটার কারণে সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

এনএফ/আরআইপি