ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারপাত-ঝড়, নিহতের সংখ্যা বেড়ে ৫০
যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বইছে শীতকালীন ঝড়। দেশটিতে নজিরবিহীন তুষারপাতের পাশাপাশি তাপমাত্রাও কমেছে ব্যাপকভাবে। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরি আবহাওয়ার কারণে বাড়ি-ঘর থেকে বের হতে পারছেন না নাগরিকরা। প্রভাব পড়েছে ভ্রমণে।

কানাডায় শীতকালীন ঝড়, অন্ধকারে হাজারো নাগরিক
কানাডার ওপর দিয়ে বইছে তীব্র শীতকালীন ঝড়। এতে দেশটির অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার কানাডীয়কে অন্ধকার ও শীতের মধ্যে দিন কাটাতে হচ্ছে। যদিও দেশটির কর্মীরা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কানাডায় শীতকালীন ঝড় আঘাত হানে।

রুশ বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩
রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মস্কো জানিয়েছে এসব তথ্য। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে বলেও দাবি মস্কোর।

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে প্রাদেশিক পুলিশপ্রধানসহ নিহত ৩
আফগানিস্তানের বাদাখশান প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে প্রাদেশিক পুলিশপ্রধানসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৬ ডিসেম্বর) প্রাদেশিক পুলিশ সদরদপ্তরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চাকরি বাজারে বেশি চাহিদা থাকবে যাদের
বিশ্বব্যাপী দ্রুত বদলে যাচ্ছে চাকরির বাজার। বদলাচ্ছে দক্ষতার চাহিদাও। কর্মক্ষেত্রগুলো দিন দিন আরও বেশি যন্ত্রনির্ভর হয়ে পড়ছে। ফলে খুব শিগগির চাকরি বাজারে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশন (স্বয়ংক্রিয়তা)। শুধু ম্যানুয়াল কাজেই স্বয়ংক্রিয়তা আসবে তা নয়; স্মার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত যন্ত্রগুলোর চাহিদাও ক্রমেই বাড়বে।

২০২৩ সালের মহাকাশ গবেষণা-মিশনে এগিয়ে থাকবে যারা
মহাকাশ ও মহাশূন্য নিয়ে মানুষের কৌতুহলের অন্ত নেই। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত মানুষ গ্রহ, নক্ষত্র, সৌরজগত, ছায়াপথ নিয়ে গবেষণা করে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে এ গবেষণা অন্যরকম গতি ও রূপ লাভ করেছে।

হিজাব বিতর্ক: ইরানে বিক্ষোভের ১০০ দিন
ইরানে হিজাব ইস্যুতে পুলিশী হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভের ১০০ দিন হলো। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে দীর্ঘতম চলমান সরকারবিরোধী বিক্ষোভ এটি। তবে চলমান বিক্ষোভ শাসকদের নাড়া দিলেও বহু মানুষকে খেসারত দিতে হচ্ছে।

২০২৩ সালে ন্যাটোতে যোগ দেবে সুইডেন-ফিনল্যান্ড
নতুন বছরে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেবে সুইডেন ও ফিনল্যান্ড। সোমবার (২৬ ডিসেম্বর) ডিপিএ নিউজ এজেন্সিতে দেওয়া এক সাক্ষাতকারে এমন আশা প্রকাশ করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

ভারতের অর্থমন্ত্রী হাসপাতালে
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়।

ভারতে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খোয়ালেন বাংলাদেশি নারী
ধৃমল দও, কলকাতা: ভারতে চিকিৎসা করাতে গিয়ে প্রতারকদের খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশের এক নারী। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে কৌশলে তার সব টাকাপয়সা কেড়ে নিয়েছে দুই প্রতারক। এখন সব হারিয়ে কীভাবে দেশে ফিরবেন তাই নিয়ে দুশ্চিন্তায় ৬৫ বছর বয়সী এ নারী।

কেএএ/এএসএম