সোমালিয়ায় জাতিসংঘ বহরে হামলা, নিহত ৪
সোমালিয়ায় জাতিসংঘের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। রাজধানী মোগাদিসুতে চালানো এ গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন নয়জন।
মোগাদিসু বিমানবন্দরের কাছে জাতিসংঘের কূটনীতিকদের গাড়িবহর ও এর নিরাপত্তা বহরের মাঝামাঝি স্থানে বোমা হামলা চালানো হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
সোমালিয়ার জাতিসংঘ দূতাবাস জানিয়েছে, সৌভাগ্যক্রমে হামলায় কোনো কূটনীতিক হতাহত হননি।হামলার দায় কেউ স্বীকার না করলেও এ ঘটনায় আল-শাবাব জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প