ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নেপালে প্লেন বিধ্বস্ত: এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার
নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের ঘটনায় এখনো চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ তিনজন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে আরেকজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ প্লেনটি ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল রোববার। এটি বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হজের খরচ কমলো ৩০ শতাংশ
চলতি বছর থেকে সারা বিশ্বের মুসলিমদের জন্য হজ প্যাকেজের দাম কমালো সৌদি আরব। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হজের খরচ ৩০ শতাংশ কমিয়েছে দেশটির সরকার। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ রোববার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরই মধ্যে ইকোনোমিক হজ প্যাকেজের প্রায় ৯০ ভাগ বিক্রি হয়ে গেছে।

এশিয়ায় এ বছর সবচেয়ে বেশি বেতন বাড়বে ভারতে
এশিয়ার মধ্যে এ বছর সর্বোচ্চ বেতনবৃদ্ধি পেতে চলেছেন ভারতের কর্মীরা। নতুন বছরে দেশটির শীর্ষ মেধাবীরা ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বেশি অর্থ পাবেন বলে ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক পরামর্শক সংস্থা কর্ন ফেরির সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে এ বছর গড় বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) হতে চলেছে ৯ দশমিক ৮ শতাংশ।

চীনে ৬০ বছরের মধ্যে প্রথমবার কমলো জনসংখ্যা
১৯৬১ সালের পর প্রথমবারের মতো চীনে জনসংখ্যা কমেছে। গত ছয় দশকে জনসংখ্যার সর্বনিম্ন হারের কথা জানিয়েছে বেইজিং। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। ধারণা করা হচ্ছে, চীনে জনসংখ্যা কমার প্রভাব বিশ্ব অর্থনীতির ওপরও পড়বে। প্রায় ১৪০ কোটির জনসংখ্যার দেশ চীনে শ্রমশক্তির জন্য বড় আঘাত এটি।

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্ধুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন। সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তারা। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ভুক্তভোগী পরিবারটি কোনো চক্রের সঙ্গে জড়িত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নিশানা করা হয়েছে।

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হাতে ৫০ নারী অপহৃত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হাতে অপহৃত হয়েছেন ৫০ নারী। ১২ ও ১৩ জানুয়ারি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাউম থেকে তাদের অপহরণ করা হয়। সোমবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির সরকার এসব তথ্য জানায়।

মিয়ানমারকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে ১৩ দেশের কোম্পানি
জাতিসংঘের সাবেক তিনজন বিশেষজ্ঞের দাবি, যুক্তরাষ্ট্রসহ, ইউরোপ ও এশিয়ার ১৩টি দেশের বিভিন্ন কোম্পানি মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত অস্ত্র তৈরিতে মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করছে। এ সহায়তার মধ্যে রয়েছে লাইসেন্স দেওয়া, কাঁচামাল সরবরাহ, সফ্টওয়্যার ও যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি।

সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করেছেন। নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার (১৬ জানুয়ারি) পদত্যাগ করেন তিনি। পদত্যাগপত্রে ল্যামব্রেশট লেখেন, কয়েক মাস ধরেই দেশের সংবাদমাধ্যমের দৃষ্টি আমার ওপর। এর ফলে গণমাধ্যমগুলো অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও আলোচনা করতে পারছে না।

৩০ বছর পর ধরা পড়লেন দুর্ধর্ষ ‘মাফিয়া বস’
একটি-দুটি বছর নয়, দীর্ঘ তিন দশক বছর ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু ধরবে কী করে? লোকটি যে দেখতে কেমন, সেটাই তো ঠিক করে জানে না পুলিশ। অথচ লোকান্তরে থেকে ঠিকই অপরাধকর্ম চালিয়ে যাচ্ছিলেন দেশটির অন্যতম দুর্ধর্ষ মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো। অবশেষে ধরা পড়েছেন তিনি।

সিঙ্গাপুরে বাড়িভাড়া বাড়তে পারে আরও ১৫ শতাংশ
২০২২ সালের প্রথম নয় মাসেই সিঙ্গাপুরে বাড়িভাড়া বেড়েছিল প্রায় ২১ শতাংশ। দ্বীপরাষ্ট্রটির বাসিন্দাদের সেই কষ্ট অব্যাহত থাকতে পারে এ বছরও। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মতে, সিঙ্গাপুরে ২০২৩ সালে বাড়িভাড়া আরও ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে চলেছে।

নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার জেরে উত্তপ্ত ইসরায়েল
ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। এখনি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংস্কার প্রস্তাব দিয়েছেন। তার জোটের অতি-ডানপন্থি ও অতি-কট্টরপন্থি দলগুলোর প্রতি অনেক মনোযোগ দেওয়া হচ্ছে এবং তারা জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র, অর্থসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ পেয়েছে।

কেএএ/এএসএম