ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের আঘাত হানার বিষয়টি নিশ্চিত করে।

নিহতের সংখ্যা বেড়ে ২২০০, তুরস্কে সব স্কুল বন্ধ ঘোষণা
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২২শ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। আর সিরিয়ায় নিহতের সংখ্যা ৭৮৩ জন। দুই দেশে আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ। তবে উদ্ধারকাজ শেষ না হওয়ায় উভয় দেশে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কে রক্তের জন্য হাহাকার, সবাইকে এগিয়ে আসার আহ্বান
ভয়াবহে ভূমিকম্পের পর এবার তুরস্কে রক্তের জন্য হাহাকার দেখা দিয়েছে। হাজার হাজার আহত ব্যক্তির চিকিৎসায় দরকার হচ্ছে বিভিন্ন গ্রুপের প্রচুর পরিমাণ রক্ত। এমন পরিস্থিতিতে তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম কিনিক গোটা জাতিকে ভূমিকম্পে আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন।

বেঁচে যাওয়াদের মুখে ভয়াবহতার বর্ণনা
তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে সৃষ্ট ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হয়েছে। যার শকি্তশালী আঘাত লেগেছে পাশের দেশ সিরিয়াতেও। এ ঘটনায় দুদেশে এখন পর্যন্ত ১ হাজা ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে যাওয়া অসংখ্য ভবনের নিচে চাপা পড়েছেন আরও বহু মানুষ। এর মধ্যেই ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন বেঁচে ফেরা কয়েকজন ব্যক্তি।

সাহায্যের হাত বাড়িয়েছে গোটা বিশ্ব
তুরস্ক-সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৪০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগী দেশ দুটির দিকে সাহায্যের হাত বাড়িয়েছে গোটা বিশ্ব।

আফটারশক চলতে পারে কয়েকদিন, এমনকি মাসও: বিশেষজ্ঞ
প্রবল শক্তিশালী কোনো ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত এলাকায় আফটারশক চলতে পারে কয়েকদিন, কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেও। অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের অধ্যাপক ক্রিস এল্ডারস আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন।

সংকট মোকাবিলার ওপর নির্ভর করছে এরদোয়ানের ভবিষ্যৎ
চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে তুরস্কে। কিন্তু এর মধ্যেই এলো ভয়াবহ ভূমিকম্পের খবর। ধারণা করা হচ্ছে, এই ইস্যুটি আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভূমিকম্পে তুরস্ক সরকারের জরুরি প্রতিক্রিয়া কেমন হবে তার ওপর নির্ভর করতে পারে এরদোয়ান ফের ক্ষমতায় আসতে পারবেন কি না। ইস্তাম্বুল থেকে আল-জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার এমন খবর জানিয়েছেন।

২১ শতকে ৬ লাখ ৮৫ হাজার প্রাণ কেড়েছে ভয়াবহ ৭ ভূমিকম্প
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া। গোটা বিশ্বে আলোচনার প্রধান বিষয় এখন এটাই। দুই দেশ মিলিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় দেড় হাজারে দাঁড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পরিস্থিতিকে গত ৮৪ বছরের মধ্যে তুরস্কে সবচেয়ে বড় বিপর্যয় বলে অভিহিত করেছেন।

হাজারো বন্দিকে ক্ষমা করলেন আয়াতুল্লাহ খামেনি
ইরানে সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের জেরে বহু মানুষকে আটক করা হয়। অবশেষে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কয়েক হাজার বন্দিকে ক্ষমা করে দিয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে এ তথ্য। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এ ক্ষমা ঘোষণা করা হলো।

পশ্চিম তীরে আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে আরও পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতে জেরিকো অঞ্চলের আকাবেত জাবর শরণার্থী শিবিরে এ অভিযান চালায় ইসরায়েলিরা। শরণার্থী শিবিরটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার বাহিনী।

আরও একবার ডি-লিট সম্মান পেলেন মমতা ব্যানার্জী
আরও একবার ডি-লিট সম্মান পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৬ ফেব্রুয়ারি) সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এই সম্মাননা তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এই ডি-লিট সম্মান দেওয়া হয়েছে।

স্বাদে নামিদামি রেস্তোরাঁকেও টেক্কা দেয় কলকাতার পাইস হোটেলগুলো
কলকাতায় নামকরা বড় বড় রেস্তোরাঁয় খাবার খেয়েই যদি আপনি মনে করেন, বাঙ্গালি খাবারের পূর্ণ স্বাদ নিয়ে ফেলেছেন, তাহলে বড্ড ভুল হচ্ছে। যতক্ষণ প্রাচীন এ শহরের অলিগলিতে, ফুটপাতের ওপর গড়ে ওঠা ছোট ছোট পাইস হোটেলগুলোর খাবার খেয়ে দেখছেন, ততক্ষণ কলকাতার বাঙ্গালিয়ানা স্বাদের পূর্ণতা অধরাই থেকে যাবে।

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের মামলায় ৪৭ জনের বিচার শুরু
হংকংয়ের ‘বিতর্কিত’ জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার ৪৭ জনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) চীনের বিশেষ প্রশাসনিক প্রদেশটির ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিচারকাজ শুরু হয়। এটি হংকংয়ের নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বড় মামলা।

কেএএ/এমএস