ত্রিপুরা বিধানসভা নির্বাচন
উন্নয়ন ধরে রাখতে ফের বিজেপিকে দরকার: মোদী
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ত্রিপুরার জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আগরতলা প্রতিনিধি
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একদিনের ব্যবধানে সোমবার (১৩ ফেব্রুয়ার) আবারও ভারতের ত্রিপুরা রাজ্যে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে শনিবার রাজ্যটির দুটি জেলায় পৃথক সভা করেন তিনি। প্রতিটি সভায় তিনি আবারও ডাবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার প্রতিষ্ঠার কথা বলেন।
১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে সরব প্রচারণা। এর মধ্যেই সরব প্রচারের শেষ সময়ে ত্রিপুরার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সভায় অংশ নেন নরেন্দ্র মোদী। এসময় নানা যুক্তি দেখিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আরও একবার ভারতীয় জনতা পার্টিকেই (বিজেপি) জয়ী করতে হবে।
আরও পড়ুন>> উন্নয়নের ফিরিস্তি নিয়ে নির্বাচনী প্রচারণায় অমিত শাহ
ভারতীয় প্রধানমন্ত্রীর যুক্তি, বিগত দিনগুলোতে বাম শাসিত এ রাজ্যে প্রায় সময়ই কেন্দ্রীয় সরকার কিছু দেয় না বলে মায়াকান্না দেখতে হয়েছে। আর সাধারণ জনগণকে তার খেসারত দিতে দেখা গেছে। কিছুক্ষেত্রে উন্নয়নমূলক বহু কাজ স্থগিত রাখা হয়েছে। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুততার সঙ্গে এগিয়েছে।
আধঘন্টার ভাষণে বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, দীর্ঘ বাম শাসনে ত্রিপুরায় একের পর এক খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। অন্যায়, অত্যাচার, অবিচার সবই হয়েছে। কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর তা অতীত হয়ে গেছে ও রাজ্যে সুষ্ঠু-স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কংগ্রেসের শাসনকালেও রাজ্যের মানুষ তাদের উৎশৃংখলতা দেখেছে। আর বাম-ডান (কংগ্রেস) একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে।
‘কেন্দ্রে বিজেপি সরকার থাকা অবস্থায় রাজ্যে যদি আবারও এ সরকার প্রতিষ্ঠা করা যায়, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গত পাঁচ বছরে একের পর উন্নয়ন দেখেছে রাজ্যবাসী। তাই ত্রিপুরার প্রত্যেক নাগরিকের উচিত বিজেপির পক্ষে ভোট দেওয়া।’
আরও পড়ুন>> আরও একবার ‘ডাবল ইঞ্জিন’ সরকার গঠনের ডাক মোদীর
এদিন মোদী আরও একবার হীরা মডেলের কথা উল্লেখ করে আরও বলেন, এ মডেলের মাধ্যমে ত্রিপুরার হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়েজ ও এয়ারওয়েজের উন্নতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এ রাজ্যটি একটি অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে।
‘এখন বাংলাদেশের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কাজ চলছে। আশা করি, খুব শিগগির এ কাজ শেষ হবে।’ এছাড়াও সাব্রুম মৈত্রী সেতুর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে স্থলপথে যোগাযোগ স্থাপনের বিষয়টিও উল্লেখ করেন মোদী। এসব বিজেপি সরকারের কারণেই সম্ভব হয়েছে বলে দাবি তার।
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আমজনতার উদ্দেশ্যে বলেন, বাম-কংগ্রেস জোটকে ক্ষমতায় বসানো যাবে না। তাই আপনারা সবাই ১৬ ফেব্রুয়ারি বিজেপির পক্ষে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত মজবুত করুন। এ সভায় আরও বক্তব্য দেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ আরও অনেকে।
আরও পড়ুন>> ত্রিপুরা বিধানসভা নির্বাচন/ বিজেপির বিরুদ্ধে লড়তে ফের বাম-কংগ্রেস জোট
এসএএইচ